নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে। শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। তবে এখন থেকেই দল গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তামিম ইকবালের পর সবশেষ ক্রিকেটার হিসেবে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সে যুক্ত হলেন পাকিস্তানি দুই পেসার নাসিম শাহ এবং ওয়াহাব রিয়াজ।
মঙ্গলবার খুলনা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। সেখানে নাসিম শাহকে নিয়ে তারা লিখেছে, ‘দারুণ সম্ভাবনাময় তরুণ বোলার নাসিম শাহকে আমাদের আস্তানায় স্বাগতম।’ ওয়াহাব রিয়াজকে নিয়ে তারা লিখেছে, ‘পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বাঁহাতি এক ফাস্ট বোলারকে।’
একই দিনে আজ শ্রীলঙ্কার ব্যাটার আভিষ্কা ফার্নান্দো ও পাকিস্তানি ক্রিকেটার আজম খানকেও দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। এর আগে আজ খুলনা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে দলের আইকন ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের নাম প্রকাশ করে। ক্যাপশনে তারা লিখেছে, ‘আসুন আমরা জনাব খান সাহেব দ্য ড্যাশার, তামিম ইকবালকে স্বাগত জানাই। তিনি প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সের প্রথম অফিসিয়াল খেলোয়াড়। তিনি আমাদের দলের আইকন প্লেয়ারও।’