এনামুল হক, নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাবই যুব সমাজের উদ্যোগে ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ই ডিসেম্বর বিকেল ৪ টার দিকে রুপগঞ্জ উপজেলার পাবই বোর্ড মিলের ক্রিকেট খেলার মাঠে পায়রা উড়িয়ে এ খেলার উদ্বোধন করা হয়। উক্ত ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শামীম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ-সম্পাদক ওবায়দুল হোসেন রকি, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি লিটন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আলী, আসলাম মোল্লা, শওকাত আলী রিয়াজ, রিয়াজুল ইসলাম বাবু, সালাউদ্দি, ফয়সাল, সুজনসহ আরো অনেকে। পরে খেলার মাঠে বক্তারা বলেন, এ ধরনের খেলা সবসময় সবজায়গায় হওয়া দরকার। কারণ এই ধরনের খেলা যদি সবসময় হয় তা হলে এলাকার যুবসমাজ মাদকসহ বিভিন্ন অপরাধ অপকর্ম থেকে মুক্ত থাকবে। পরে অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।