মো. জাকারিয়া : নরসিংদী সদর উপজেলাধীন পাঁচদোনা চরপাড়া এলাকায় আলহাজ্ব ওসমান গাজী ফাউন্ডেশনের কার্যক্রম শুরু। ফাউন্ডেশনে প্রাথমিক ফান্ডিং হিসেবে প্রতিষ্ঠাতা এবং স্পেন -প্রবাসী বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি সাজিদুর রহমান সোহেল এর তহবিল থেকে লাখ টাকা অনুদান দিয়ে যাত্রা শুরু করেছে। সোমবার বিকেলে পাটোয়া চৌরাস্তার মোড়ে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে গাজী ফাউন্ডেশন। অনুষ্ঠানে ৩২ (বত্রিশ) জন অসচ্ছল বয়স্ক/ বিধবা, প্রতিবন্ধী,নারী/পুরুষের মাঝে নগদ তিন হাজার টাকা ত্রি-মাসিক ভাতা প্রদান করা হয়। ওসমান গাজী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম গাজীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ওসমান গাজী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম গাজী, ফাউন্ডেশন এর উপদেষ্টা আহসানুল হক রুমেল,পলাশ উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদ শাকিল আহমেদ, ওসমান গাজী ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক নাসির উদ্দিন মাস্টার, ওসমান গাজী ফাউন্ডেশন এর সহ-সভাপতি আমিনুদ্দিন দুদু,দপ্তর সম্পাদক ফারুক মিয়া, সদস্য সচিব মো.সিদ্দিকুর রহমান, সদস্য সচিব রিপন মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নগদ অর্থ প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করে সদস্য সচিব মনিরুজ্জামান ইমন।