মো. জাকারিয়া : নরসিংদী সদর উপজেলাধীন পাঁচদোনা ইউনিয়ন যুবদলের পক্ষ হতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছে ইউনিয়ন যুবদল। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান এর নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের মাঝে ফুলেল শুভেচছা,দোয়া ও আলোচনা সভা এবং নগদ অর্থ সহায়তা প্রদানের আয়োজন করে ইউনিয়ন যুবদল। পাঁচদোনা ইউনিয়ন পাটুয়া চৌরাস্তার মোড়ে ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশন’র ম্যানেজিং ডিরেক্টর ওমর খৈয়াম মোগল, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, জিনারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন খান, পাঁচদোনা ইউনিয়ন যুবনেতা কবির হোসেন, পাঁচদোনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল হক, মাধবদী থানা যুবদল নেতা আমজাদ হোসেন, ২নং ওয়ার্ড যুবনেতা আরিফ মিয়া সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠিত অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে প্রথম নিহত তাহমিদ এর পরিবার সহ আরো ৫ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।