নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনিরুজ্জামান খান লাবলু উনার ফেসবুক আইডির মাধ্যমে তিনি সকল কর্মী এবং সমর্থকদের এ আহব্বান জানান। তিনি বলেন যারা দীর্ঘ দিন প্রানের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কষ্ট করেছেন, এখনও করতেছেন তারা নিজের কর্ম ঠিক রেখে তার পর সংগঠনের জন্য সময় দিন। মনে রাখবেন সংগঠনে এখন নেতাকর্মীর অভাব হবে না। তিনি সকলকে নিজ এলাকায় সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার জন্য বলেন। তিনি আরও বলেন আপনার খারাপ কাজের দায়িত্ব আপনাকেই বহন করতে হবে, আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। যতদিন আপনি দিতে পারবেন ততদিনই আপনার মূল্য। দল আপনাকে চালাবে না, ভাল কাজ করলে দল আপনাকে সমর্থন করবে অন্যথায় না। রিজিক ও ভাগ্য থাকলে তা অবশ্যই হবে, বিচলিত হওয়ার কিছু নেই। যদিও কথাগুলো বর্তমানে অনেকের অপছন্দ হবে, ভবিষ্যতে যখন মিলে যাবে তখন দেখবেন অনেক সময় পার হয়ে গেছে। আজকে যারা পালিয়ে গেছে তারা কিন্তু কোনদিন কল্পনাও করেননি এই রকম একটা পরিস্থিতি হবে। মোঠোফেনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনসমর্থন নিয়ে বিএনপি সবসময় কাজ করে। সেই সমর্থনের জন্য অনেকেই নতুন ভাবে আসবে, তবে শুধু আওয়ামী লীগ ছাড়া আমরা সকলকে সাদরে গ্রহণ করব, আওয়ামী লীগের কোনো স্থান বিএনপিতে নাই। এখন যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছে, তাদের চেষ্টা কখনোই সফল হবে না।