মুহাম্মদ মুছা মিয়া: মাধবদী থানা পুলিশের কাছে নরসিংদী জেল পলাতক আসামি আবু কালাম ও ওয়ারেন্টেভুক্ত আসামী সাইদুল গ্রেফতার। গতকাল পুলিশের বিশেষ অভিযানে মাধবদী থানার উত্তর চরভাসানিয়া গ্রামের আবু সিদ্দিকের পুত্র আবু কালামকে গ্রেফতার করে পুলিশ। স্ত্রী হত্যার অভিযোগে নরসিংদী জেলখানায় বন্দী ছিল আবু কালাম। গত ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় নরসিংদী জেলখানা ভেঙ্গে আসামীরা পালিয়ে যায়। পরে সরকার পলাতক আসামীদের আত্মসমর্পণের সময় দিলেও আত্মসমর্পণ করেনি আবু কালাম। অন্যদিকে স্ত্রীর মামলা আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্টভুক্ত আসামী চরদিঘলদী ইউনিয়নের দোয়ানী গ্রামের আক্তার হোসেনের পুত্র সাইদুলকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। গ্রফতারের ঘটনা সত্যতা নিশ্চিত করে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন বলেন বিশেষ অভিযান পরিচালনা করে নরসিংদী জেল থেকে পালানো ১ জন ও ওয়ারেন্টভুক্ত ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।