কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন এর উদ্যোগে দীক্ষা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাচ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দীক্ষা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাচ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি আক্তার। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বীথিকা রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর ই জান্নাত। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান গার্লস গাইড ট্রেইনার কাজী শামীমা। পরিশেষে তিনি কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষঅর্থীদের ব্যাচ পরিয়ে দেন এবং প্রত্যেককে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের পক্ষ থেকে সনদপত্র বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও গার্লস গাইড শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।