জাকারিয়া আল মামুন, গাজীপুরের কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজি টুলু। সোমবার (১২ আগস্ট) উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কবি নজরুল কলেজের মাষ্টার্স এর ছাত্র মো. শরিফুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রানা সরকার, সরকারী সোহরাওয়ার্দী কলেজের ৪র্থ বর্ষের ছাত্র মাহফুজ, নরসিংদী সরকারী কলেজের ছাত্র মিনহাজ, তেজগাঁও কলেজের ছাত্র ফয়সাল ও কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের ছাত্রী শামিমা প্রমূখ। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার চলমান পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত। পাশাপাশি রাষ্ট্রের সকল অফিসে ও প্রতিষ্ঠানে বৈষম্য এবং দুর্নীতি দূরীকেরনে সবসময় আমরা রাজপথে সোচ্চার থাকব। কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন বলেন, আপনারা জানেন ছাত্র আন্দোলনের শুরুর দিকে কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এবং মেয়রকে নিয়ে আমি কালীগঞ্জ বাইপাস সরকারী শ্রমিক কলেজ সংলগ্নে ছাত্র আন্দোলনে গিয়ে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছিলাম। ছাত্র-জনতার আন্দোলন ও ত্যাগের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তা যেন দেশের জন্য মঙ্গলজনক হয়। জাতি গঠনে সকল ভেদাভেদ ভুলে ও মত পার্থক্যে লিপ্ত না হয়ে সমবেত ভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যেন সম্মিলিত ভাবে দেশ ও জাতিকে নতুন করে গড়ে তুলতে পারি। আমি নবিন এবং প্রবিনদের নিয়ে একটি সমপ্রীতির কালীগঞ্জ গড়তে চাই। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নোমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মনজুর- এ-এলাহী, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের ছাত্র হাবিবুর রহমান হাবিব, আবির হোসেন, রিয়াদ হোসেন, জামালপুর কলেজের শাহিন, দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার ছাত্র রাশিদুল, কালীগঞ্জ মহিলা কলেজের ছাত্রী সামিয়া, কালীগঞ্জে ট্রফিক এর দায়িত্বে নিয়োজিত নাদিমুল সহ প্রায় ৭০ জন শিক্ষার্থী।