এনামুল হক :- রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জলসিড়ি গোয়ালপাড়া এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আরমান মোল্লার উদ্যোগে সদর ইউনিয়নের তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে এ ঈদ উপহার হাতে তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরমান মোল্লা।
আরমাম মোল্লা বলেন, তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে সমাজে প্রায়ই অবমূল্যায়ন করা হয়ে থাকে। কিন্তু তারাও মানুষ, আমাদের মতো তাদের মানবিক অনুভূতি আছে।তারাও চায় ঈদের আনন্দ উদযাপন করতে।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আক্তার সরকার, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন ভূঁইয়া, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, রূপগঞ্জ ইউনিয়নের তৃতীয় লিঙ্গের গুরুমা সাগরিকা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।