আল-আমিন হোসেন, স্টাফ রিপোর্টার,
২৬ শে মার্চ আমাদের জন্য অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে যে দিনটিতে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে প্রেরণা পেয়েছিল লক্ষ কোটি বাঙালি। সেই দিনটি আজ পর্যন্ত প্রেরণা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
সিরাজগঞ্জের বেলকুচিতে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, বেলকুচি, সিরাজগঞ্জ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন : জনাবা আফিয়া সুলতানা কেয়া (উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি,সিরাজগঞ্জ) প্রধান অতিথি : আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল (মাননীয় জাতীয় সংসদ সদস্য-৬৬, সিরাজগঞ্জ-৫) এসময়ে উপস্থিত ছিলেন জনাবা মোছাঃ রত্না বেগম, চেয়ারম্যান (প্যানেল-১) উপজেলা পরিষদ, বেলকুচি, জনাব মোঃ সাজ্জাদুল হক রেজা, মেয়র, বেলকুচি পৌরসভা,জনাব মোঃ ইউসুফ আলী শেখ, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বেলকুচি,জনাব শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি), বেলকুচি, জনাব মোহাম্মদ আনিছুর রহমান, অফিসার ইন-চার্জ, বেলকুচি থানা,বীর মুক্তিযোদ্ধা গাজী দেলখোশ আলী প্রাঃ সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ বেলকুচি উপজেলা কমান্ড সিরাজগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী মোঃ সাইদুর রহমান, সভাপতি, বেলকুচি প্রেস ক্লাব, বেলকুচি, সিরাজগঞ্জ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, আওয়ামী ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।