আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া বাজারে অভিযান চালিয়ে চারটি দোকানে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে এসব জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ।
স্থানীয় সূত্রে জানা যায়, অস্বাস্থ্য পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্যে ক্ষতিকর দ্রব্যের মিশ্রণ, পণ্যের মেয়াদোর্ত্তীণ ও বিএসটিআইএর অনুমোদন না থাকায় দুটি রেস্টুরেন্ট ও দুটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় মোট চারটি দোকানে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চৌহালী উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় থেকে সত্যতা নিশ্চিত করে জানান, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানা গেছে।