দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ টেকনিক্যাল কনসাসেন্ট শ্রী ধরন শ্রীরামের নির্দেশনা ইমপ্যাক্টের বুলি। পার্টির ভরসা করে তাশ্রী টি-টোয়েন্টি পারফর্ম্যান্সের প্রতিপক্ষ আশা করাটাও অমূলক ছিল না।
যদি দেখা যায় সেই ছবিটা। ব্যাটিং হত রূপী রূপ বদল না শ্রী, ত্রিদেশীয় সিরির প্রথম ম্যাচের পর দ্বিতীয় পয়েন্ট সে ধারা অব্যর্থ থাকতেল পরিস্থিতি। নিউজিল্যান্ডের আপনার দ্বিতীয় প্রতিনিধি মোটে ৭ রানের পুঁজির লড়াই লাল সবুজের অংশরা।
টস হেরে ব্যাট করতে বলতে বাংলাদেশ ধাক্কাটা অনুরোধ করছিল দ্বিতীয় ওভারেই। মেহেদি হাসান মিরাজ ফিরে এসেছিলেন টিম সাউদির শিকার। তিনে শান্তি লিটন, তবে শেষপর্যন্ত ছন্দটা এ দিন তার ব্যাট থেকে হারিয়ে শান্তি আজ। ১৬ বলে ১৫ রানার ইনিংস মাইকেল ব্রেসেলকে ফিরতি ক্যাচ রেফারেন্স দিয়ে আগে হাঁসফাঁস করেছেন প্রায় পুরোটা সময় ধরে।
সাকিব খেলবেন চার, এমন একটা কথা বলতে গেলে বেশ, তবে আজকে সাকিব বলবেন। তার আগে লিখা লিখতে লিখন আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন আরসির আলী। আফিফ বাদে দুই অঙ্কে যেতে পারেন একজন। ৯৩ ছোঁয়া স্ট্রাইক রেটটা হিসাবে আনলে আফিফকেও মোটাদাগে বলই বলা।
টুর্নামেন্ট শুরুর এক দিন আগে দলে যোগ দেওয়া সাকিব আজই প্রথমাঙ্কন ঘটছে। তিনিও খুব বেশি কিছু করতে পারেন, ১৬ ১৬ রানের ইনিংস স্ট্যান্ডার্ড যখন বিদায় দিচ্ছেন, ঠিক রানে বলে শঙ্কাও জেঁকে বলেছিল বাংলাদেশ শিবিরে। গত থেকে বাংলাদেশ যে ১৩৭ রানের পুঁজি, পুরো কৃতিত্বের কাছে নুরুল হাসানের। শেষ স্বী এই ব্যাটার ব্যাটেই বাংলাদেশ পায় ইনিংসে প্রথম ২০০ স্ট্রাইক রেট ছোঁয়া ইনিংস, ১২ তিনি করেন ২৫ রান, ১ চারের বিপরীতে তিনি হাঁকান ধরা ছক্কা। চারথাশ্রী ব্যাটিংয়ের পরও বাংলাদেশ পায় ১৩৭ রানের ‘লড়াইয়ের মতো’ পুঁজি।