জাকারিয়া আল মামুন
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড খঞ্জনা গ্রামে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়ণে ২ কোটি ৮৭লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়ের চার তলা নতুন ভবনসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি।
৩০জুলাই ২০২৩ রবিবার সকাল ১১ঘটিকায় শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি পরিমলচন্দ্র ঘোষের সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মো. নুরুল আমিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শাঁদেরগাও উচ্চ বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট নতুন ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন গাজীপুর ৫ আসনের এমপি ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমূখ।
এ ছাড়াও সরকার নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়ণে উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও দারুলউলুম দাখিল মাদ্রাসার ৮৩ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট এক তলা একাডেমীক ভবন নির্মাণ, বাহাদুরসাদী ইউনিয়নের বেগম আহমেদ উচ্চ বিদ্যালয়ের ৯০ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে একাডেমীক ভবনের ৪র্থ তলা উর্দ্ধমূখী সম্প্রসারণ ও বক্তারপুর ইউনিয়নের জনতা উচ্চ বিদালয়ের ৭৬ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয় একাডেমীক ভবনের (৪র্থ তলা) উর্দ্ধমূখী সম্প্রসারণসহ মোট চারটিশিক্ষা প্রতিষ্ঠানের ৫ কোটি ৩৭ লক্ষ ৮২ হাজার টাকার কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর ৫ আসনের মেহের আফরোজ চুমকি এমপি।
এসময় বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মেহের আফরোজ চুমকে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ দানের আহ্বান জানান।