সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

‘বেস্ট ফার্স্ট টাইম ডিরেক্ট’ পেয়ে যা বললেন চিত্রনায়িকা শিবা আলী খান

D News 24 ডেস্ক : / ৬১৭ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: ইতোমধ্যেই ‘বেস্ট ফার্স্ট টাইম ডিরেক্ট’ পুরস্কারে ভূষিত হয়েছেন বহুমুখী প্রতিভার অধিকারিণী চিত্রনায়িকা শিবা আলী খান। চিত্রনায়িকা, লেখিকা এবং পরিচালক তিন মাধ্যমেই সাবলীল পদচারণা তার।

 

এদিকে, বর্তমানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ নিয়ে বেশ ব্যস্ত সময় অতিবাহিত করছেন ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্যা স্টোরি অফ সামারা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পদার্পণ করা গ্ল্যামারাস এ চিত্রনায়িকা। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি গড়ে কাজ করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায়, যদিও সিনেমাটি এখন অবধি মুক্তি পায়নি৷ শিবা আলী খান মূলত মিডিয়ায় কাজ শুরু করেছিলেন রানওয়ে মডেল হিসেবে। ২০১২ সালে তিনি ‘রাজকুমার’ শিরোনামের একটি নাটকে প্রথমবার অভিনয় করেন।

 

জানা যায় যে, ‘ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফিল্ম অ্যাওয়ার্ডস’ নামক একটি অনলাইন চলচ্চিত্র উৎসবের জন্য তার নির্মিত ‘হাঙ্গার’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি জমা দিয়েছিলেন তিনি। পরবর্তীতে ওই উৎসবে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিকে বিজয়ী ঘোষণা করা হয়। ‘হাঙ্গার’ শর্টফিল্মের চিত্রনাট্য ও কাহিনিও লিখেছেন শিবা আলী খান। উল্লেখ্য, চলতি মাসের গত ৮ জুলাই উৎসবে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।

 

‘হাঙ্গার’ ছাড়াও বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন শিবা আলী খান। ‘হাঙ্গার’ এবং ‘নিতু’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি ‘Match Cut Films’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে। প্রকাশের অপেক্ষায় রয়েছে তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জলিল’ এবং ‘ফ্রিডম’। তবে ‘জলিল’ এবং ‘ফ্রিডম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দু’টির ট্রেলার এরই মধ্যে ওই একই ইউটিউব চ্যানেলে (Match Cut Films) প্রকাশ করা হয়েছে।

 

অপরপক্ষে, শিবা আলী খান শুধুমাত্র চিত্রনায়িকা, পরিচালক-ই নন; তিনি পুরোদস্তুর একজন লেখিকাও বটে। এ বছরই অমর একুশে গ্রন্থমেলায় অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তার প্রথম গল্পগ্রন্থ ‘আত্মা’। নিজের লেখা সাতটি ভৌতিক ও অতিপ্রাকৃত গল্পের সমন্বয়ে বইটিকে সাজিয়েছেন শিবা আলী খান। বইটিও বইমেলাতে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সবমিলিয়ে, ‘এলাম, দেখলাম, জয় করলাম’ কথাটি জুলিয়াস সিজার বলেছিলেন; কিন্তু শিবা আলী খান কায়মনোবাক্যে হলফ করে বলতেই পারেন ‘এলাম, দেখলাম আর অল্প সময়ের মধ্যে অনেক কিছুই করে ফেললাম’।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর