পুলিশ সুপার কাজী শফিকুল আলম (বিপিএম) বলেন, মাদক,জঙ্গিবাদ, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও সমাজের নীতিবাচক দিক গুলো পরিহার করে ইতিবাচক ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করে অভিভাবকসহ সকলের প্রতি উদার্থ আহ্বান করেন।
কালীগঞ্জ থানা পুলিশের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম এবং জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা জেসমিন বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলার কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক নাজমুস সাকিব, অতিরিক্ত পুলিশ সুপার ও কালীগঞ্জ সার্কেল এবং কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা উখিং মে, কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সদস্য সচিব ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, বীর মুক্তিযুদ্ধা শফিউল ইসলাম মীর, নাগরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল ইসলাম অলি, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ, কালীগঞ্জ উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি ও বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু প্রনয় কুমার দাস, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি এম আই লিকন প্রমূখ।
কমিউনিটি পুলিশি ও বিট পুলিশিং সমাবেশে আরো উপস্থিত ছিলেন বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, কালীগঞ্জ পৌর যুবলীগ সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাদল হোসেন ভূইয়া, জামালপুর ইউপি সদস্য মো: মোস্তফা কামাল, ফারুক শেখ, বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মুক্তাদির হোসেন, দৈনিক ডাকার ঢাক পত্রিকার স্টাফ রিপোর্টার জাকারিয়া আল মামুন, দৈনিক ক্যাপশন পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শামীম শেখ সহ কালীগঞ্জ উপজেলার কর্তবরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ অত্র এলাকার সর্বস্তরের লোকজন।