সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

কালীগঞ্জে গার্মেন্টস কর্মীকে জবাই করে হত্যার ৪ দিন পর খুলনার সাতক্ষীরা থেকে আটক

D News 24 ডেস্ক : / ৮৯ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৯:৪২ অপরাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জে গার্মেন্ট শ্রমিক সবুজ বার্নার্ড ঘোষালের হত্যার ঘটনায় মো. শাহীনকে (২৮) আটক করেছে গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রবিবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে রাতেই গাজীপুর নিয়ে আসা হয়েছে।

সবুজ কালীগঞ্জের নাগরীর পানজোরা গ্রামের অমুল্য বার্নার্ড ঘোষালের ছেলে। তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে তার লাশের কয়েকটি টুকরো স্থানীয় একটি ডোবার পাড়ে পাওয়া যায়।

নিহত সবুজের পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, গত বুধবার ভাসানিয়া গ্রামে নয়ন ঘোষালের ছেলে সবুজ ঘোষাল (৩৩) গার্মেন্টস ছুটির পর বিকেলে সহকর্মীদের সাথে নিজ বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে তার বন্ধুরা তাকে জোর করে তাদের ভাড়া করা বাসায় নিয়ে যায়।

রাতে কোন এক সময় সবুজকে ঘরের ভেতরে জবাই করে বাড়ির পশ্চিম পার্শের বাঁশ ঝাড়ে পেন্টসহ দুটি হাত, কোমর থেকে হাটু পর্যন্ত অংশ পার্শের একটি ডোবার পনিতে,  কোমরের উপর থেকে গলা পর্যন্ত অংশটি দক্ষিনে মসজিদ পেরিয়ে একটি কারখানার পূর্ব পাশের জংঙ্গলের বস্তায় এবং  বাকি মাথাটি ও পায়ের কব্জি হিরনের বাড়ির পাশে ফেলে পালিয়ে যায়।

এদিকে তার পিতা নয়ন ঘোষাল তার ছেলেকে অনেক খোজাখুজি করে না পেয়ে উলুখোলা ফাঁড়িতে যায় সেখানে জিডি না নিলে কালীগঞ্জ থানায় জিডি করে।

শুক্রবার সকালে অজ্ঞাত ব্যক্তি সবুজের মোবাইল থেকে তার ভগ্নীপতির মোবাইলে ফোন করে ১৫ লাখ টাকা দাবি করে। আবার বিকেলে ফোন করে ১০ লাখ টাকা দাবি করে। শনিবার সকালে সবুজের দেহের অংশ বিভিন্ন স্থানে পায়। পরে সংবাদ পেয়ে গাজীপুরের ডিবি এসে দেহের অংশগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে নিয়ে যায়।

পিবিআই সূত্র জানায়, শাহীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজকে খুনের কথা স্বীকার করে জানিয়েছে ঘটনার রাতে তারা যৌথভাবে টাকা দিয়ে দামি মদ কিনেন। মদ কেনার দায়িত্বে ছিলেন শাহীন। রাতে শাহীনের বাসায় বসে মদ খাওয়ার সময় মদ তেতো লাগার কথা তুলে তর্কে জড়ায় সবুজ। এনিয়ে বিতর্কের জেরে হত্যার পর সবুজের লাশ বঁটি দিয়ে ৮ টুকরা করেন শাহীন। এরপর প্রায় এক কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে খণ্ডিত টুকরাগুলো ফেলে দেন- যাতে লাশ শনাক্ত না হয়। সবুজ ও শাহীন কালীগঞ্জের পানজোড়া এলাকার পূর্বাচলঅ্যাপারেলস গার্মেন্টের শ্রমিক ও বন্ধু ছিলেন।

পিবিআইর গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ রহমান মাকছুদের রহমান জানান, সোমবার ভোরে শাহীনকে গাজীপুর আনা হয়েছে। এ বিষয়ে দুপুরে বিস্তারিত জানানো হবে।

 

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর