কাজী মোঃ আব্দুল মান্নান : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি বাইমাইল এলাকায় সড়ক ও ড্রেন নির্মানের নকশা হেরফের করে নগদ অর্থ আত্মসাৎ, জোর জুলুমসহ ব্যাপক দুর্ণীতি অভিযোগ উঠেছে ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলর প্রার্থী আব্বাছ উদ্দিন খোকনের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা যায় বাইমাল জামে সমজিদ টু সাইনবোর্ড সংযোগ সড়ক এলাকার বাসিন্দা আনসার আলীর বাড়ী সামনের কিছু অংশ ভাঙ্গার পরে সেটা আর না ভেঙ্গে কাউন্সিলরে ডানহাত ক্ষ্যাত সওদাগরের মাধ্যমে নগদ অর্থের বিনিময়ে দফরফা করে বিল্ডিংয়ের নিচ দিয়ে ড্রেন নির্মাণ করা হয়, যা এখনও দৃশ্যমান।
একই এলাকার আরেক ভুক্তভোগী মিজান বলেন কাউন্সিলরের লোকজন এসে আমার বাড়ীর বারান্দায় ভেকু দিয়ে আঘাত করে ওয়াল ফাটিয়ে ও নানা রকম ভয় দেখিয়ে নগদ অর্থ নেয়, বারান্দার ওয়াল ভাঙ্গার প্রমাণ এখনও রয়েছে।
এভাবেই সড়ক নির্মানে কোথাও ২০ফিট কোথাও ২৫ফিট, কোথাও ৩০ফিট করে বাড়ী না ভেঙ্গে কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন তার লোকজনের মাধ্যমে অর্থ আদায় করেছে বলে এলাকাবাসী জানায়।