মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

বিভিন্ন অনিয়মের কারণে শ্রীপুর সাব-রেজিস্ট্রি দলিল লিখক সমিতির সভাপতি শাহজাহান মন্ডলের সনদ বাতিল

D News 24 ডেস্ক : / ৫৯ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১২:৩৪ অপরাহ্ণ

স্নিগ্ধা প্রধান, শ্রীপুর প্রতিনিধি

বিভিন্ন অনিয়মের অভিযোগে গাজীপুর জেলার শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সভাপতি ও দলিল লিখক শাহজাহান মন্ডলের সনদ বাতিল করে আদেশ জারি করা হয়েছে।
জানা যায়,শ্রীপুর পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মো:রফিকুল ইসলাম চৌধুরীর আবেদনের পরিপ্রক্ষিতে শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের সভাপতি ও দলিল লেখক শাহজাহান মন্ডলের সনদ নং-১৩৫ বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার ১৯ মার্চ ২০২৩ ইং তারিখে গাজীপুর জেলা রেজিস্টার জনাব মোঃ অহিদুজ্জামানের সাক্ষরিত এক চিঠিতে উল্লেখ্য করা হয়-১০.০৫.০০০০.০০৪.৯৯.০২১.২৩-৭৭ নং স্মারক মোতাবেক ও সাব-রেজিস্ট্রার,কালিগঞ্জ এর তদন্ত প্রতিবেদন দৃষ্টে দেখা যায়,শাহজাহান মন্ডল দলিল লেখক,সনদ নং-১৩৫, এর বিরুদ্ধে মো: রফিকুল ইসলাম কর্তৃক আনিত অভিযোগ সমূহ প্রমানিত হয়েছে যা সংশ্লিষ্ট দলিল লেখকের গুরুতর পেশাগত অসদাচরণ। সেহেতু উল্লিখিত কারণে শাহজাহান মন্ডল,দলিল লেখক, সনদ নং-১৩৫, সাব-রেজিস্ট্রি অফিস শ্রীপুর এর বিরুদ্ধে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় হতে জারিকৃত এস.আর. ও নং-২৭৬-আইন/২০১৪,০২ ডিসেম্বর নিবন্ধন ম্যানুয়াল ২০১৪ এর ২য় খন্ডে দলিল লেখক (সনদ) বিধিমালা, ২০১৪ এর ১২(১) নং বিধি মোতাবেক গুরুতর পেশাগত অসদাচরণের দায়ে তার দলিল লেখার সনদ এতদ্বারা মোতাবেক বাতিল করা হয়েছে। এবং একই বিধিমালা ১৪ নং বিধি অনুযায়ী তার দলিল লেখক সনদ বাতিল করায় সাব-রেজিস্ট্রার এর কার্যালয়ের সীমানার মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এবং অফিস সিমানার আশেপাশে অন্য কারো দ্বারা দলিল লেখার কাজে কোন রকম সহায়তা না করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে।

অপরদিকে শাহজাহান মন্ডলের সনদ বাতিলের খবর প্রকাশে পরপরই শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে বহিরাগতের আনাগোনা লক্ষ করা যায়। যাতে শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে সেবাগ্রহিতারা ভীত সন্ত্রস্ত।
তবে সনদ বাতিলের খবরে দলিল লিখকদের বড় একটি অংশ স্বস্তির নিঃশ্বাস ফেলে ভিতরে ভিতরে আনন্দ প্রকাশ করতেও দেখা যায়।

এবিষয়ে বক্তব্য নিতে শ্রীপুর সাব-রেজিস্ট্রারের মোবাইল নাম্বার ০১৭১৬৩৫৯১২০ একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

এ-বিষয়ে জানতে চাইলে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, এখনো সনদ বাতিলের আদেশ কপি পাইনি, তবে সনদ বাতিলকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেবোনা, আইনশৃঙ্খলা বাহিনী যে কোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর