বিশ্ব নদী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে কালীগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২:৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি। এ সময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, কৃষি কর্মকর্তা ফারজানা তসলিমা, মৎস্য কর্মকর্তা সাদিয়া জাহান, তুমলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আবু বকর মিয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বক্তারা এসময় অনুষ্ঠানে নদীর পরিবেশ রক্ষা ও নদী শাসন সংক্রান্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, বাংলাদেশ নদী মাতৃক হিসাবে খ্যাত। নদী প্রকৃতিকে বাঁচাতে না পারলে প্রকৃতি আমাদের উপর আঘাত করবে।