সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

পেশাগত দায়িত্ব পালনকালে ৫ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।

D News 24 ডেস্ক : / ১৪৩ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৮:৫৮ অপরাহ্ণ

মোঃ পারভেজ মিয়া, নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল ১১.৩০ মিনিটে গাজীপুর ডিসি অফিসের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক ও আইনজীবী সাইফুল ইসলাম মানিকের সভাপতিত্বে । গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ ফরিদ সাহেব এর সঞ্চালনায়, মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র সাংবাদিক রেনু বেগম, গাজীপুর জেলার রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সভাপতি সাংবাদিক তারেক মনোয়ার। সাংবাদিক কাজল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

জানা যায় যে,গাজীপুরের সদর উপজেলা নির্বাহী অফিসার একটি বিরোধপূর্ণ মাছের প্রজেক্ট ও বাঁধ পরিদর্শনে সাংবাদিকদের নিয়ে যাওয়ার পর বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালান। এসময় একাত্তর টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ইকবাল আহমদ সরকার, আর টিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক ও মানবকণ্ঠ পত্রিকার গাজীপুর প্রতিনিধি শামসুল হক ভুঁইয়া,নুরুসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকদের উপরে হামলা হয় কিন্তু বিচার হয় না। যে কারনে মাদক ও চোরা কারবারী মাদকব্যবসায়ীরা সাংবাদিকদের গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে। এ ধরনের সাহস দেখাতে না পারে। স্বার্থন্বেষীরা সুযোগ পাচ্ছে সুযোগ নিচ্ছে। এই মুহুর্তে গাজীপুরে সাংবাদিকদের সকলের ঐক্যবদ্ধ কাজ করা জরুরী,যারা ব্যক্তি স্বার্থে সাংবাদিকদের মধ্যে ঐক্য নষ্ট করছেন তারা নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে সাংবাদিকদের স্বার্থে ঐক্যবদ্ধ হোন।

দৈনিক বাংলাদেশ সমাচারের কালিগঞ্জ প্রতিনিধি মোঃ পারভেজ মিয়া তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ঘড়ার কারিগর রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের সাংবাদিকরা, অথচ আজ দেখা যায় রাজনৈতিক মহলের কিছু কুচক্রী ব্যক্তিদের কারণে গণমাধ্যম কর্মী নির্যাতিত হামলা ও মামলার শিকার। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, সাংবাদিকদের সুরক্ষার জন্য আইন পাস করে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিতের জোর দাবি জানান, পাশাপাশি দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এম এ ফরিদ তার বক্তব্য বলেন, আগামী ৭২ ঘণ্টার ভিতরে যদি আসামিদের আইনের আওতায় না আনা হয় তাহলে গাজীপুরের সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সাংবাদিক ও আইনজীবী সাইফুল ইসলাম মানিক তার বক্তব্য বলেন। ০৫ জন সাংবাদিকের উপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর