গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির হিড়িক। বেড়েই চলেছে গরু চুরির ঘটনা। গত বৃহস্পতিবার উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেলনা গ্রামের মো. এমদাদুল হক মোড়ল মানিক মাষ্টারের পালিত দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের তিনটি গরু চুরি করে সংঘবদ্ধ চোর চক্র।
এবিষযে ভোক্তভোগী মো. এমদাদুল হক মোড়ল (মানিক মাষ্টার)জানান, আমি শিক্ষকতার পাশাপাশি গরু লালন পালন করে থাকি। এই সময় আমি তিনটি গরু পালন করছিলাম। যার মধ্যে একটি লাল রঙের গাভী, একটি ষাড় বাছুর ও একটি দামুর গরু ছিল। প্রতিদিনের মত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে গোয়ালে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যাই। পরদিন ভোর পাঁচটার দিকে গোয়াল থেকে বের করতে এসে দেখি গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা। ভিতরে গরুগুলো নেই। আমার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনা দেখে। চুরি যাওয়া গরুগুলোর মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ছাইফুল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত প্রক্রিয়ায় আমরা কাজ করছি।