হারুনুর রশিদ, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় রতনপুর উত্তর পাড়া চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের পূর্ণনির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে উত্তরবাখর নগর ইউনিয়নে রতনপুর গ্রামে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী ডিলার, উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব, উত্তর বাখর নগর কাসিমুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা তাজুল ইসলাম, মসজিদ কমিটির সহ সভাপতি সিদ্দিক মিয়া, মো চাঁন মিয়া, বাবুল মিয়া, সুমন আহাম্মেদ, শেমল মিয়া, মফিজ মিয়া, ওবায়দুল্লাহ, মোস্তাফা মিয়া, হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ প্রমূখ। উপস্থিত অতিথিবৃন্ত স্হানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে প্রধান অতিথি হিসেবে মসজিদ উদ্বোধক করেন বিশিষ্ট ব্যবসায়ী মো হারুন অর রশিদ।
জানা যায়, রতনপুর গ্রামের ১৯৮০ সালে প্রতিষ্ঠিত দীর্ঘদিনের পুরোনো জরাজীর্ণ মসজিদটি ভেঙে গত বছর ১৫ অক্টোবরের আগে তিন তলা বিশিষ্ট নতুন মসজিদ পূর্নিমারনের উদ্যোগ নেয় স্থানীয়রা। ইতি পূর্বে এলাকাবাসী ও প্রবাসীদের সহায়তায় মসজিদের পূননির্মান কাজ শুরু হয়।
সুমন আহাম্মেদ বলেন, সকলের সহযোগিতায় দ্রুত সময়ে মসজিদের কাজ এগিয়ে যাচ্ছে। প্রবাসী ও বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়ালে দ্রুত কাজটি সম্পুর্ন করতে পারবো।
বাসিন্দা শেমল মিয়া বলেন, ঐতিহ্য সম্বলিত মসজিদটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় ইবাদত পালনে সমস্যায় পরতে হয়। মসজিদ নির্মাণে ৪০ থেকে ৪৫ লাখ টাকা ব্যায়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু গ্রামের গরীব এলাকায় কি করে এত টাকা সংগ্রহ করব? আল্লাহ রাস্তায় বিত্তবান দানশীল ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানাই। সহযোগিতায় যোগাযোগ করতে পারেন ০১৭৯৩৮৪৬৭১১ নাম্বারে।
প্রধান অতিথি হারুন অর রশিদ বলেন, আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। সামনেও আরও করবো। আপনারাও মসজিদ নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশা করি।