সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

বিএনপি এখন নির্বাচনে যেতে ভয় পায়: ওবায়দুল কাদের

ফরিদ উজ জামান / ১৪৫ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪৬ অপরাহ্ণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন নির্বাচনে যেতে ভয় পায়। তাই তারা তত্ত্বাবধায়ক সরকার দাবি করে আসছে।

উচ্চ আদালনের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন মিউজিয়ামে চলে গেছে। সেই ব্যবস্থা আর ফিরে আসবে না। বিএনপি আজকে নিরপেক্ষ সরকার চায়, একসময় তারাই বলেছিল নিরপেক্ষ মানেই পাগল আর শিশু। নির্বাচনে আসুন, জগা খিচুরীর ঐক্য করে লাভ নেই। গতবার যে পরিণতি হয়েছিল এবারও সেই পরিণতিই আপনাদের জন্য অপেক্ষা করছে।

তিনি শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বাষির্কী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মোছলেহ উদ্দিন ভুঞা স্টেডিয়াম মাঠে আয়োজিত বিশাল সমাবেশের উদ্বোধন করেন আ. লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, গত দুই দিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকায় একটি বক্তব্য দিয়েছেন, পাকিস্তান আমলেই নাকি বাংলাদেশটা ভালো ছিল। মূলত উনার বাবা একজন রাজাকার এবং শান্তি বাহিনীর প্রধান ছিলেন। মুক্তিযুদ্ধের পর জীবন বাঁচাতে তিনি ছয় মাস ভারতে পালিয়ে ছিলেন। চিন্তা করেন কত বড় রাজাকার এবং পাকবাহিনীর দালাল ছিলেন। ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে যে বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে। বাংলাদেশের ১৫ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল না। আজকে বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে বিদ্যুতের লাইন যায় না। দুর্গম এলাকা, সেখানে সোলারের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ফখরুল ইসলাম আলমগীরকে বলতে চাই, আপনি কি আশ্বিন ও কার্তিক মাসে নীলফামারী-লালমনিরহাট-কুড়িগ্রাম এই সব চর এলাকায় গিয়েছেন। মানুষের কষ্ট দেখেছেন? প্রতিবছর আশ্বিন ও কার্তিক মাসে এসব এলাকায় মঙ্গা হতো। শত শত লোক না খেয়ে মারা যেত। সেই সময় পত্র পত্রিকায় নিউজ হয়েছে। আমি ছোটকাল থেকে আমার গ্রামে দুর্ভিক্ষ দেখেছি। মানুষের কষ্ট দেখেছি। কোনো মানুষের ঘরে খাবার থাকতো না। ছনের ঘর দিয়ে পানি পড়তো। সেই বাংলাদেশে আজ ছনের ঘর নেই। সব বাড়িতে বিদ্যুৎ, ভাত রান্নার চুলা আছে। বাংলাদেশে ঘরে ঘরে টেলিভিশন ও ফ্রিজ আছে। আর ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাকিস্তানের সময় নাকি তারা ভালো ছিল।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। এরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। আমাদের আজ শপথ নিতে হবে। সকলে ঐক্যবদ্ধ থেকে এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে হটাতে হবে। বাংলাদেশের রাজনীতিতে স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনতে চাইলে বিএনপির মত অপশক্তিকে রাজনীতি থেকে অবশ্যই বিতারিত করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির জন্মই হয়েছে পাকিস্তানের আইএসআই এর প্রেসক্রিপশনের অনুযায়ী। পাকিস্তানের প্রেতাত্মাদের এই দলটির জন্ম দিয়েছিলেন জিয়াউর রহমান। তাই এই দলটির নেতাদের মনে এখনো পাকিস্তানের প্রেতাত্মারা ভর করে রয়েছে। যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে এসব কথা শোনা যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার, উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, নরসিংদী সদরের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বীর প্রতিক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশেনে ৪ জন সভাপতি ও ১৮ জন সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়। পরে জিএম তালেব হোসেকে সভাপতি এবং পীরজাদা মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য নরসিংদী জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর