মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদীতে মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালনায় গত বছরের ডিসেম্বরে শুরু হয়েছিল মানবতার হোটেল। তারই ধারাবাহিকতায় আজ ১ ফেব্রুয়ারি দুপুর ১টায় মাধবদী ফুলতলা বাজার অসহায়, গরীব, পথচারীসহ সকলকে এক বেলা খাবার খাইয়েছে সেচ্ছাসেবী সংগঠনটি।
প্রাথমিকভাবে প্রতি মাসে ১দিন অথবা ২ দিন বিনামূল্যে খাদ্য বিতরণ করবে সংগঠনটি। আয়োজনের তৃতীয় দিনও এক হাজার মানুষকে খাবার খাওয়ানো হয়। পর্যায়ক্রমে মাধবদী থানার বিভিন্ন স্পট থেকে মানবতার হোটেলের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন উদ্যোক্তাগণ।
মাধবদী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান জানান- আমরা সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি তারই ধারাবাহিকতায় নতুন একটি উদ্যোগ মানতার হোটেল।
মাসে একদিন বা দুইদিন এক বেলা খাবার বিতরণ করা হবে মানবতার হোটেলের আয়োজনে। এখানে অসহায় দুঃস্থ মানুষদের চিন্তা করে এমন আয়োজন করা হয়েছে। তবে সবাই আমাদের খাবার খেতে পারবে।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাট গ্রীনফিল্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ ইসমাইল ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, পরিবেশ আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি শেখ আবুল হোসেন হানিফ, নরসিংদী সদর উপজেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক মনিরুজ্জামান, মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারন সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া, মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, শামীম উইভিং ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামীম মোল্লা, মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক ও ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলস এর পরিচালক মোঃ এমদাদুল হক, কেন্দুয়াব সামাজিক সংগঠনের সভাপতি ও নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি জামাল মিয়া বাদশা, ফরাজী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম ফরাজী, সেচ্ছাসেবক সংগঠন ফোরামের সদস্য প্রভাষক বেলাল আহমেদ, প্রভাষক মারুফ হোসেন, রেজাউল করিম রাফিপ্রমূখ।