মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

কালীগঞ্জে যুবলীগ নেতা রাসেলের দাফন সম্পন্ন

D News 24 ডেস্ক : / ৪৭ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ৯:১৪ অপরাহ্ণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে যুবলীগের এক নেতার লড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবু সাদাত রাসেল (৪২) এর দাফন সম্পন্ন হয়েছে। নিহত আবু সাদাত রাসেল গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেরুয়া এলাকার মো. সাইদুর রহমান দোলনের ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ জানুয়ারী) বেলা ১১টার দিকে আবু সাদাত রাসেল বাড়ী থেকে বের হয়ে বক্তারপুর-জাঙ্গালীয়া সড়ক ধরে হাঁট ছিলেন। সে সময় জাঙ্গালীয়াগামী ইটের খোয়া বোঝাই একটি লড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং পেছনে ধাওয়া করে চালকসহ লড়িটি আটক করে। এরপর আবু সাদাত রাসেলকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দু’দিন চিকিৎসা শেষে শুক্রবার রাতে রাসেলকে তার বোনের বাসায় নিয়ে আসা হয়। শনিবার (৭ জানুয়ারী) ভোর সাড়ে ৬টার দিকে অসুস্থ থাকা অবস্থায় বোনের বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজীউন। শনিবার বাদ আসর স্থাণীয় বেরুয়া আলিম মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের চাচা বক্তারপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. জাহিদুর রহমান উজ্জ্বল বলেন, বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকালে বাড়ীর পাশে সড়কে হাঁটার সময় একটি লরি আবু সাদাত রাসেলকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কালীগঞ্জ ও ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে সে অসুস্থ থাকা অবস্থায় তার বোনার বাসায় অবস্থান করছিল। শনিবার সকালে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, দুর্ঘটনার পর ধাওয়া করে চালকসহ লড়িটি আটক করা হয়ে ছিল। পরে ওই দিন রাতে লড়ির মালিক তুমুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরিফ হোসেন স্থানীয় নেতা-কর্মীরদের নিয়ে এসে লড়ির চালক আহাদ আলী ও লরিটিকে ছাড়িয়ে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

লড়ির মালিক তুমুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ হোসেন বলেন, তার মালিকানাধীন লড়িতে দুর্ঘটনায় আহত রাসেল মারা গেছেন। লড়ির চালক ছিলো আহাদ মিয়া।

বক্তারপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মাহমুদুর রশিদ টুটুল বলেন, দুর্ঘটনার বিষয়টি সে সময় থানায় জানানো হয়নি। রাসেলের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর