মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি: "সুন্দর জাতি গঠনে দ্বীনি শিক্ষার বিকল্প নেই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে চলছে চকরিয়া উপজেলার তারুণ্য নির্ভর ও আলেমদের সমন্বয়ে গঠিত সমাজসেবামূলক সংগঠন চকরিয়া 'নব প্রজন্ম’ সোসাইটি। তারই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর চকরিয়া নব প্রজন্ম মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নুরানী মুয়াল্লিম ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত নুরানী মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চিরিংগা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক মাওলানা মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চকরিয়া তানজিমে আহলে হকের সেক্রেটারি মাওলানা আবদুল মান্নান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া প্রবাসী ফোরাম (সোসাইটি)'র হুমায়ুন কবির ইসহাক। নব প্রজন্ম সোসাইটির যুগ্ম আহ্বায়ক মাওলানা হাবিব উল্লাহ মিজবাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া নুরানী মুয়াল্লিম ঐক্য পরিষদের আহ্বায়ক মাওলানা নুরুল মোস্তফা, চকরিয়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা হেফাজতুর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও চকরিয়া নব প্রজন্ম সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। গত ৯ নভেম্বর উপজেলার গ্রামার স্কুলে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬২টি নুরানী শিক্ষা প্রতিষ্ঠানের ১ম, ২য় ও ৩য় শ্রেণির ১১৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় ২১৩ জন গোল্ডেন এ প্লাস, ১১৪ জন এ প্লাস, এ গ্রেডপ ১৩৮ জন ও বিশেষ পুরস্কার ১০জন সহ মোট ৬৭৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র পুরস্কার প্রদান করা হয়।