গাজীপুরে বিজয় দিবস উপলক্ষে শিবিরের বর্ণাঢ্য র্যালী
গাজীপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী করেছে গাজীপুর মহানগর ইসলামী ছাত্র শিবির। র্যালীটি সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহানগরীর ভুষিরমিল এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন করে আইইউটির সামনে গিয়ে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর মহানগর সদর মেট্রো-থানা জামায়াত ইসলামীর আমীর মাঃ সালাহউদ্দিন আইউবী।
র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাঃ আইউবী বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এ জাতি সামাজিক ন্যায় বিচারের কোনো দৃশ্য এখন পর্যন্ত দেখেনি। সামাজিক অধিকার, মানবিক অধিকার, সাম্য ন্যায় এবং ইনসাফ থেকে এ জাতি বঞ্চিত ছিল। এখনো বঞ্চিত রয়েছে যা আমরা দেখতে দেখতে স্বাধীনতার ৫৪ বছরের পদার্পণ করেছি।
তিনি আরো বলেন, স্বাধীনতার মূল কথা ছিল ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করা কিন্তু সেই ঐক্য বিনষ্টে আওয়ামী দুঃশাসন বাকশাল স্বৈরশাসক এদেশের মানুষের মধ্যে এক বিভেদের দেয়াল চাপিয়ে দিয়ে এই জাতিকে খণ্ড বিখণ্ড করে দেয়া দিয়েছে।
গাজীপুর মহানগর শিবিরের সভাপতি হাফেজ আবু হানিফ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবির সবসময় অগ্রনী ভুমিকা পালন করে আসছে। জুলাই বিপ্লবের পর নতুন করে এদেশে আর কোন ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে সেজন্য সবাইকে সোচ্চার থাকার আহব্বান জানান।
র্যালীতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক আব্দুর রহিম, সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক আঃ জলিল আকন্দ, তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সভাপতি আব্দুল্লাহ আল মিনহাজ, গাজীপুর জেলা সভাপতি ফরহাদ হোসেনসহ অসংখ্য নেতাকর্মী।