সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

D News 24 ডেস্ক : / ২৭ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৪ অপরাহ্ণ

জাকারিয়া আল মামুন: গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে ‘মহান বিজয় দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা স্তম্ভে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কালীগঞ্জ থানা প্রেসক্লাব, কালীগঞ্জ কল্যাণ সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। পুলিশ প্রশাসন, আনসার ও পোশাকধারীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা এবং কালীগঞ্জ শিশু পার্ক সংলগ্ন মাঠে উপজেলা বিজয় মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সালাম গ্রহণ এবং ফিতা কেটে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলাউদ্দিন, সহকারীর কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, এ ছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা। সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে এবং সহকারীর কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মির সঞ্চালনায় কোরআন তেলওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান , বাইবেল পাঠ” করেন বীর মুক্তিযোদ্ধা লুইস গমেজ, গীতা পাঠ করেন মানষ কুমার গুন, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ রেজাউল করিম হুমায়ুন, আখতারুজ্জামান, ফজলুল হক কাজী, ফজলুল হক, আব্দুল লতিফ মোড়ল, অধ্যাপক আবুল কালাম, নাসির ভূইয়া, সিরাজ উদ্দিন, আনোয়ারুল হক বাচ্চু, কাজী মোহাম্মদ ইব্রাহিম, আয়নাল আবেদিন। বিশেষ অতিথির বক্তব্যে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলাউদ্দিন বলেন আপনাদেরকে আমি কোন মুক্তিযুদ্ধের ইতিহাস শোনাব না। আমি বীর মুক্তিযোদ্ধাদের সামনে অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি। আমি ১৯৭১ এর মুক্তিযুদ্ধ দেখিনাই ইতিহাস শুনেছি, কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থান দেখেছি। আমি যে কয়দিন কালিগঞ্জ থানায় ওসি হিসাবে আছি আপনারা যে কোন প্রয়োজনে আমার কাছে আসবেন, আমি আমার সাধ্যমত সর্বোচ্চ দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদৎ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণ করে এবং উপস্থিত সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবারদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন আমি সরকারের মাঠ প্রশাসনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদেরকে নিয়ে আগামী দিন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। পরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং বাদ যোহর সকল মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মিলাদ ও বিশেষ মুনাজাত করা হয়। এ ছাড়া বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি করা হয়।

 

 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর