শামসুল হুদা লিটন কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়া উপজেলার ধাঁধার চরে গহীন জঙ্গলে গোপন বৈঠক থেকে পালাতে গিয়ে নদীতে ঝাপ দেয়ার দু’দিন পর এক যুবকের লাশ আজ রোববার বিকেলে শীতলক্ষ্যা নদীর ঘিঘাট এলাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত নাঈমুল ইসলাম শাওন (২৫) শিবপুর উপজেলার লাখপুর গ্রামের প্রবাসী দিদারুল ইসলামের একমাত্র পুত্র। থানা পুলিশ লাশ উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জানা যায়, গত শুক্রবার কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (হিরন মোল্লা) এর নেতৃত্বে বিভিন্ন এলাকার আওয়ামী দলীয় কর্মীদের ধাঁধার চরের গহীন জঙ্গলে জড়ো করেন এবং খাওযা দাওয়ার ব্যাবস্থাও করেন। তারা বিজয় দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করছিল বলে থানা পুলিশ জানায়। খবর পেয়ে এলাকাবাসী ঘেরাও দিয়ে মাঝ নদীতে জেগে উঠা ধাঁধার চর থেকে ১২ জন আওয়ামীলীগ দলীয় কর্মীদের আটক করেন। এ সময় মৃত নাঈমুল ইসলাম শাওন সহ বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেয়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তখন থেকেই শাওন নিখোঁজ ছিল বলে তার স্বজনরা জানায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পরে শনিবার সকালে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার পরিবার। আজ রোববার সকাল থেকে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি দল এবং টঙ্গীর ডুবুরি দল কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে শাওনের মৃতদেহ বিকেলে ঘিগাট এলাকা থেকে উদ্ধার করে। এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানায়, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে তবে আমরা এখনো লিখিত কোন অভিযোগ পাইনি লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।