সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

কাপাসিয়ায় ধাঁধার চরে গোপন বৈঠক: নাশকতার অভিযোগে ১২ আওয়ামীলীগ কর্মী আটক 

D News 24 ডেস্ক : / ৭০ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৮:০১ পূর্বাহ্ণ

শামসুল হুদা লিটন কাপাসিয়া (গাজীপুর):গাজীপুরের কাপাসিয়া উপজেলার ধাঁধার চর থেকে নাশকতার অভিযোগে ১২ আওয়ামীলীগ কর্মীকে এলাকাবাসী আটক করে সন্ধ্যায় পুলিশে দিয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে নাশকতার পরিকল্পনা করা কালে তাদের ঘেরাও দিয়ে আটক করা হয়। এদিকে আটককৃত নাশকতাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাপাসিয়া উপজেলা শহরে বিএনপি দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে। জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিষদের পলাতক চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত মোঃ হারুন অর রশিদ (হিরন মোল্লার) নেতৃত্বে বিভিন্ন এলাকার আওয়ামী দলীয় কর্মীদের ধাঁধার চরের গহীন জঙ্গলে জড়ো করেন। নাশকতার পরিকল্পনার খবর পেয়ে এলাকাবাসী ঘেরাও দিয়ে মাঝ নদীতে জেগে উঠা ধাঁধার চর থেকে ১২ জন আওয়ামীলীগ দলীয় কর্মীদের আটক করেন। আটককৃতরা হলেন, ঘাগটিয়া ইউনিয়নের তালতলা গ্রামের মতিউর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকন (৩০), তালতলা গ্রামের মনির হোসেনের ছেলে স্থানীয় ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মারুফ (২৫), খিরাটি গ্রামের আমির উদ্দিন মাঝির ছেলে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান মাঝি (৪২), খিরাটি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শামসুল আলম (৫২), জয়নাল আবেদীনের ছেলে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আবুল কালাম আজাদ (৪৫), কামারগাঁও গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম মোল্লা (৪৬), খিরাটি গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ও গ্রামীণ ব্যাংকের আশুলিয়া শাখার সিনিয়র কর্মকর্তা ইলিয়াস আহমেদ (৪৫)। সে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। পার্শ্ববর্তী লাখপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে দুলাল মিয়া (২২), শালদৈ গ্রামের আব্দুল খালেকের ছেলে স্থানীয় আওয়ামীলীগের সদস্য লোকমান মোল্লা (৪২), কামারগাঁও গ্রামের ছানাউল্লাহর ছেলে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য রাশিদুল আলম (৪৪), কামারগাঁও গ্রামের দবির মাস্টারের ছেলে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাপাসিয়া উপজেলা পোস্ট মাস্টার শরিফ (৪১), শালদৈ গ্রামের আইন উদ্দিনের ছেলে জিহাদ (২৪)। এব্যাপারে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা বাদী হয়ে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বড়ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগে উল্লেখ করেন। এছাড়াও অভিযোগে বলা হয়, স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণের সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা মিলে পাঞ্জাবি-টুপি পড়ে শাঁখা সিঁদুর পড়া মহিলাদের হিন্দু সাজিয়ে হামলা ও নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করা। পরে সেগুলো আন্তর্জাতিক ভাবে প্রচার করে দেশের ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনার অভিযোগ করা হয়েছে। এব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ ও তারাগঞ্জ এলাকায় নদীতে জেগে উঠা ধাঁধার চর থেকে নাশকতার অভিযোগে ১২ জনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। তাদের ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর