জাকারিয়া আল মামুন: কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কালিগঞ্জ উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে একটি আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজাদ আনোয়ার হোসেন বলেন, ‘আমরা দুর্নীতিকে বাংলাদেশ থেকে সমূলে শেষ করার জন্য স্কুল, কলেজ লেভেল ও সব সরকারি প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি। আমরা আশা করি বর্তমান প্রজন্ম যদি সৎ ও সততার সঙ্গে কাজ করে তাহলেই একমাত্র দুর্নীতি প্রতিরোধ করা যাবে।’ এতে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, ‘আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে মনে রাখতে হবে দুর্নীতি জাতিগতভাবে একটি বড় সমস্যা। শুধু অফিস আদালতে ঘুষ গ্রহণ করা দুর্নীতি না। আমরা অফিসে এবং কাজে সঠিক সময়ে না যাওয়া, কাজ না করা দুর্নীতিরই অংশ। প্রতিনিয়ত আমরা বিভিন্নভাবে নারীরা নির্যাতিত হচ্ছি। দেড়শ বছর পূর্বে রোকেয়া সাখাওয়াত প্রমাণ করে দিয়েছেন নারীরাও শিক্ষার অধিকার রাখে।’