জাকারিয়া আল মামুন: গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জামালপুরে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ঘটিকায় জামালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জামালপুর নতুন বাজারে ইউনিয়ন বিএনপি'র প্রধান কার্যালয় এর উদ্বোধন করেন কালীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু ও জামালপুর কলেজের সাবেক ভিপি, গাজীপুর জেলা ছাত্রদল ও কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু। কোরআন তেলাওয়াত ও ফিতাকাটার মধ্য দিয়ে নতুন অফিস এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কলেজের সাবেক ভিপি ও কালীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, জামালপুর কলেজের সাবেক সাধারণ সম্পাদক হাসান মবিন খান, কালীগঞ্জ থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, কালীগঞ্জ থানা বিএনপি'র শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর শরীফুল ইসলাম, গাজীপুর জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজ মোড়ল, জামালপুর কলেজের সাবেক ভিপি শরীফ শেখ, সাবেক জিএস মাসুদ বাগমার, গাজীপুর জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন খান, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুবায়ের খান, জামালপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি জহির মোড়ল,জামালপুর কলেজ ছাত্রদল আহবায়ক রুবেল হোসেন, সদস্য সচিব সাব্বির হোসেন, জামালপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শহিদুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, জামালপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মারুফ কবীর, সাধারণ সম্পাদক আলামিন মোড়ল, সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। এসময় বক্তরা ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দিতে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য উপস্থিত বিএনপি'র সকল নেতাকর্মীরা প্রতি আহ্বান জানানো হয়।