জাকারিয়া আল মামুন, কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া এলাকার কাপাসিয়া মোড় সংলগ্ন মোঃ খোরশেদ আলমের জিম স্টোর নামক দোকানের সামনে জাল টাকা সরবরাহ কারীদের মধ্যে শাহীন( ২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২০হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কালীগঞ্জ থানার মামলা নং-০১ তাং-০১/১২/২৪ খ্রিঃ। এর আগে ৩০ নভেম্বর শনিবার দুপুরবেলা তুমুলিয়া এলাকার কাপাসিয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহীন( ২৪) কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের চান্দাইয়া (হাসু কোম্পানীর পুকুর পাড়) এলাকার নুরুল ইসলাম এর ছেলে। পুলিশ জানায়, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কালীগঞ্জ পৌর এলাকার কাপাসিয়া মোড় সংলগ্ন মোঃ খোরশেদ আলমের জিম স্টোর নামক দোকানে সামনে এক ব্যক্তিকে উপস্থিত লোকজন জাল টাকার নোটসহ আটক করিয়া রাখিয়াছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করে নিয়ে আসে পুলিশ। পরে তার দেহে তল্লাশি চালিয়ে এক হাজার টাকার ২০টি জাল নোট জব্দ করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সঙ্গবদ্ধ চক্র কালীগঞ্জ থানা এলাকার বিভিন্ন হাট বাজারে জাল টাকা ব্যবহার করে আসতেছে। আমাদের সন্দেহ শাহীন( ২৪) ওই চক্রের একজন সক্রিয় সদস্য। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যহত রয়েছে।