আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী ১৬ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে বেলকুচি উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্ত,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,বণিক সমিতির প্রতিনিধি, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের প্রতিনিধিদের মহান বিজয় দিবস উদযাপন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। ১ ডিসেম্বর রবিবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা আফিয়া সুলতানা কেয়া এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলাম, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সদস্য সচিব বনি আমীন, পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, ওসি তদন্ত আব্দুল বারিক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম,উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজা, আইসিটি কর্মকর্তা ইমান আলী প্রমুখ।