গাজীপুরে শিল্প গ্রুপের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একটি শিল্প গ্রুপের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার করে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মাহবুব গ্রুপ অব ইন্ড্রাস্ট্রির বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিমিটেড কর্তৃপক্ষ।
বুধবার সকালে গাজীপুর প্রেসক্লাবে ওই গ্রুপের প্রশাসন বিভাগের প্রধান মো. জিয়াউর রহমান বলেন, বিশ্বাস গ্রুপের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় কিছু চিহ্নিত ব্যক্তি ভুল তথ্য দিয়ে নানারকম অপপ্রচার চালাচ্ছে। গ্রুপের জমি সংক্রান্ত বিষয়গুলো আদালতে দেওয়ানী মামলা চলমান থাকার পরও একটি চক্র অপপ্রচার চালিয়ে হয়রানি ও মানহানিকর তথ্য প্রকাশ করে আসছে।
ওই কর্মকর্তা বলেন, গত ফ্যাসিস্ট হাসিনার আমলে তারা আমাদেরকে বিএনপি জামায়াতের দোসর বলে মিথ্যা প্রচারণা করত কিন্তু এখন আবার সেই তারাই আমাদের আওয়ামী সন্ত্রাসী বলে অভিহিত করছে।
তিনি আরো বলেন, মাহবুব গ্রুপ একটি দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান। বিগত ২৩ বছরে উক্ত প্রতিষ্ঠান দেশের প্রায় ১৪ হাজার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি- নিজস্ব প্রোডাক্ট এর মাধ্যমে দেশের কমপক্ষে কয়েক লক্ষ পরিবারকে ব্যবসা করে সাবলম্বী হওয়ায় সর্বোচ্চ ভূমিকা রেখে আসছে। বিগত- ২০১৮-২০১৯ হতে ২০২৩-২০২৪ সাল পর্যন্ত টানা ৭ বার গাজীপুর জেলা ও মহানগরীর সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেয়েছি।
####