জাকারিয়া আল মামুন: বাংলাদেশ মুজাহিদ কমিটি কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মুজাহিদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুর ৩ ঘটিকায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মুজাহিদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, ইমাম কাম অডিটর মুফতি মাঈনুুদ্দিন আল আজাদী। প্রধান আলোকে হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ ইজাহারুল ইসলাম, সভাপতিত্ব করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কালীগঞ্জ উপজেলা শাখার ছদর হাফেজ মাওলানা ইসমাইল হোসেন মির্জা, সঞ্চালনা করেন জাতীয় উলমা মাশায়েক আইম্মা পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হানিফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল, বাংলাদেশ ইসলাম ছাত্র আনদোলনের সভাপতি মোঃ ইমন শেখ, ইসলামি যুব আন্দোলন এর সভাপতি মুফতি ওবায়দুল্লাহ আরিফী, মুফতি মনিরুল ইসলাম আবরাব, জাঙ্গালিয়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা ওসমান গনি, ছাত্র আন্দোলন বাংলাদেশ এর গাজীপুর জেলা সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ তাসনীম আহাম্মদ। ইসলামী সংঙ্গীত পরিবেশ করেন শাহিন আলম। মুজাহিদ সন্মেলন শেষে কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলার সংসদ সদস্য হিসেবে মুফতি মাওলানা ইজাহারুল ইসলাম কে প্রার্থী হিসেবে পরিচয় করে দেন। মুজাহিদ সন্মেলন হতে হাঁত পাখা মার্কার সমর্থনে কালীগঞ্জে পৌর সভার বিভিন্ন রাস্তায় মিছিল করে কালীগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালেয়ে অনুষ্ঠানটি শেষ হয়।