শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির (২০২৪-২৫) আওতায় রবি মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে ধান বীজ বিতরণ করা হয়। ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়ার আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমন কুমার বসাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ‘তামান্না তাসনীম’। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিকের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, কৃষক প্রতিনিধি ও আদর্শ কৃষক সংগঠক কামরুজ্জামান সবুর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ। এবছর উপজেলার বিভিন্ন এলাকার ২ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি বোরধানের হাইব্রিড, লালতীর-৪ ও বিএডিসির এস এল-৮ এইচ ধান বীজ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে গম, পিঁয়াজ মুগ বীজ বিতরণ করা হবে বলে কৃষি অফিস সূত্রে জানাযায়।