শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও ১নং সিংহশ্রী ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন (৫০) কে থানা পুলিশ গ্রেফতার করেছে। দীর্ঘদিন পর ২০ নভেম্বর বুধবার বিকালে ইউপি কার্যালয়ে গেলে খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করেন। সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন ভূঁইয়া মনসুর জানান, বুধবার সকাল থেকে স্থানীয় সিংহশ্রী উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলছিল। হাড়িয়াদী গ্রামের মৃত ইয়াসমিন মাষ্টারের পুত্র ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন স্কুল মাঠে হঠাৎ উপস্থিত হলে দ্রুত এলাকাবাসীর মধ্যে তা প্রচার হয়। একপর্যায়ে চেয়ারম্যান পরিস্থিতি বেগতিক দেখে পাশে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে আশ্রয় নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তার অফিস ঘেরাও দিয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসেন। চেয়ারম্যানের গ্রেফতারের খবরে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আনন্দ মিছিল করেছে বলে জানা যায়। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিগত ৪ জুলাই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন একটি মামলা দায়ের করেন। এতে সিংহশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকনকে অন্যদের সাথে আসামি করা হয়। দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল। আজই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আসলে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে চেয়ারম্যানকে কাপাসিয়া থানায় নিয়ে আসা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।