জাকারিয়া আল মামুন: গাজীপুরের কালীগঞ্জ থানার বাঙাল হাওলা এলাকা থেকে ৪৮ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার কৃত আসামীরা হলো কালীগঞ্জ থানার আরাফাত শেখ(৩৫) এবং রহিম শেখ (৪৫) । এ সময় আরাফাত শেখ এর কাছ থেকে ৩৩(তেত্রিশ ) পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,৮০০/ (আটত্রিশ শত) টাকা এবং রহিম শেখ এর কাছ থেকে ১৫ (পনের) পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ২,৪০০( চব্বিশ শত) টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাঙাল হাওলা এলাকা ইয়াবাসহ তাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। মাদক বেচাকেনা হচ্ছে এরকম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। । কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।