খোরশেদ মির্জা: গাজীপুরের কালীগঞ্জে আনোয়ার হোসেন নামে একজনের জমি জোর পূর্বক দখল ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোঃ আনোয়ার হোসেন গত শনিবার (১৬ নভেম্বর) কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন। বালীগাঁও মৌজার আর এস ৬৭৩ নং খতিয়ানের আর এস ১৬১৪ ও ১৬১০ নং দাগের ৩.৫৫ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণ ভোগ দখলে আছেন। গাজীপুর সদর জয়দেবপুর থানা এলাকার মো. মোতালেব হোসেন, কালীগঞ্জ পৌরসভার চৌড়া গ্রামের মো. রানা ও শাহানাজ পারভীন দীর্ঘদিন যাবৎ মো. আনোয়ার হোসেন এর জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে শক্রুতা পোষণ করে আসছে। আনোয়ার হোসেন সহজ- সরল থাকার সুযোগে তাকে বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে জমি দখলে নেওয়ার হুমকি দিয়ে আসছিলো। এ সংক্রান্ত বিষয়ে মো. আনোয়ার হোসেন গত ১৬ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখে গাজীপুর বিজ্ঞ ৫ম সিনিয়র সহকারী জজ আদালতে ২৭/২০২৩ নং দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন। পরে স্থানীয় সালিশের মাধ্যমে উভয় পক্ষ আদালতে মামলা চলমান থাকাবস্থায় জমিতে কোন কাজ করবেন না মর্মে লিখিত ভাবে অঙ্গীকার করেন। কিন্তু মামলার বিবাদী মোতালেব হোসেন আদালতে মামলা চলমান থাকাবস্থায় লিখিত অঙ্গীকারনামার শর্ত ভঙ্গ করিয়া গত ১৬ নভেম্বর ২০২৪ইং সকাল ৯ টার দিকে মো. রানা ও শাহানাজ পারভীন উক্ত জমিতে জোরপূর্বক ঘর বাড়ী নির্মাণ কাজ শুরু করেন। আনোয়ার কাজে বাধা দিলে তারা ক্ষীপ্ত হয়ে হামলা চালায়। এ বিষয়ে মো. আনোয়ার হোসেন ৩ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে মো. আনোয়ার হোসেন বলেন, আমি ক্রয় সূত্রে জমির মালিক হওয়ার পর থেকে মোতালেব হোসেন ও তার স্ত্রী তা দখলের জন্য বিভিন্ন ভাবে পায়তারা করে আসছে। গাজীপুর দেওয়ানী আদালতে তাদের বিরুদ্ধে মামলা করার পরও তারা কোন ভাবে থামছে না। ১৬ নভেম্বর সকালে জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে নির্মাণ কাজ শুরু করে। তাদের কিছু বলতে গেলে তারা আমাকে বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি সহ বাধা প্রদান করে হয়রানী করে। এ বিষয়ে অভিযুক্ত মো. মোতালেব হোসেন বলেন, আমার জমিতে আমি কাজ করছি। আমি কখনোই আনোয়ার হোসেন এর জমিতে যাইনি। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান অভিযোগ পেয়ে একজন সাব-ইন্সপেক্টর কে ঘটনাস্থল পরিদর্শন করার নির্দেশ করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাণ নাশের হুমকি বিষয়ে কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মো. রাসেল বলেন, তাদের জমি নিয়ে মামলা চলমান আছে। তাদের কাগজপত্রাদি নিয়ে বসতে বলেছি তাহলে হয়তো একটা মিমাংসা হয়ে যেতো। প্রাণ নাশের বিষয়ে বলেন, আমি তদন্ত করতে গিয়ে স্বাক্ষীরা বলেছে ভয়ভীতি দেখাইছে।