শামসুল হুদা লিটন কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে অবৈধ ভাবে লাল মাটি কাটার অপরাধে ৩ ব্যক্তির নিকট থেকে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ১৮ নভেম্বর সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল আমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্র জানান, উপজেলার দূর্গাপুর, বারিষাব ও তরগাঁও ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে একটি সঙ্গবদ্ধ চক্র রোববার গভীর রাতে মাটি কেটে বড় ডাম্পার ট্রাকে করে পাচার করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত থানা পুলিশের সহযোগিতায় মাটি ভর্তি ৯টি গাড়ি আটক করেন। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ২টি মামলা দায়ের করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মাটি ব্যবসায়ী নাজমুল হাসান, পারভেজ মিয়া ও রাকিব হোসেন। বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারায় ১টি মামলা দায়ের করা হয়। সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন এর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জড়িতদের নিকট থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন। ওসি জানায়, অভিযানে মাটিসহ ৯টি ড্রাম ট্রাক ও প্রত্যেক চালককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ট্রাকের চালক ও মাটি ব্যবসায়ী চক্র পালিয়ে যায়। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন জানান, জব্দকৃত ড্রাম ট্রাকের মালিকদের অর্থদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে যেখান থেকে মাটি কাটা হয়েছিল সেখানে তা ফিরিয়ে দেওয়া হয়েছে।