শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর):কাপাসিয়া উপজেলার ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষকদের নব প্রতিষ্ঠিত সংগঠন " ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদ" এর উদ্যোগে ১৬ নভেম্বর শনিবার দিন ব্যাপী মডেল মসজিদ মিলনায়তনে এক ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সীরাতুন্নবী (সা:) উপলক্ষে আয়োজিত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয় ছিলো কুরআন তেলাওয়াত, হামদ , নাতে রাসুল, কুইজ, রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উপজেলার ২০ স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের সভাপতি ও কাপাসিয়া সরকারি পাইলট স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা সামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামার গাঁও উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্মীয় শিক্ষক শামসুল হক, ভুবনের চালা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাজহারুল ইসলাম মামুন, নলগাও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাছউদুর রহমান আবুল ফাত্তাহ প্রমূখ। পরে বিজয়ী ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতি বছর এধরণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।