জাকারিয়া আল মামুন: গাজীপুরের কালীগঞ্জে মোল্লা কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। মোল্লা কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান মো. গোলজার হোসেন মোল্লার একান্ত ব্যক্তিগত অর্থায়নে এবং বিসমিল্লাহ ফাউন্ডেশনের বাস্তবায়নে ১৫ নভেম্বর শুক্রবার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর, বক্তারপুর এবং মোক্তারপুর ইউনিয়নের স্বনামধন্য ৩৪ শিক্ষাহ প্রতিষ্ঠান ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় এবং চুপাইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ মেধাবৃত্তি পরীক্ষায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও কিন্ডারগার্টেন এর প্লে শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ৬৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওইদিন সকাল ১০ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরিক্ষা কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়। এতে আয়োজক ও অভিভাবকবৃন্দ এ পরিক্ষায় সন্তোষ প্রকাশ করেন এবং মোল্লা কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান মো. গোলজার হোসেন মোল্লার প্রশংসা করেন। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরণের জ্ঞানমূলক পরিক্ষার আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগী হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন মোল্লা কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান মো. গোলজার হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক এবং জামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান রিপন, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকারিয়া আল মামুন, বিসমিল্লাহ ফাউন্ডেশনের এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন মাষ্টার, মোয়াজ্জেম হোসেন রাসেল মাষ্টার, সাংবাদিক সামসুল হক জুয়েল মাষ্টার, লিটন ফরাজী প্রমুখ। চুপাইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ, এবং হল সুপারের দায়িত্ব পালন করেন জামালপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম শেখ অপরদিকে ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ফুলদী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ এবং হল সুপারের দায়িত্ব পালন করেন জামালপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক সেলিম আলমগীর। উল্লেখ্য, উক্ত মেধা বৃত্তির ফলাফল প্রকাশের তারিখ খুব শীগ্রই জানানো হবে।