জাকারিয়া আল মামুন: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বিনিময় করেছে কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (১৩ নভেম্বর) কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে কালীগঞ্জে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উক্ত শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার কালীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থী মোঃ শরিফুল ইসলাম সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মোঃ মাহফুজুর রহমান, হিমেল মিয়া সাব্বির হোসেন, নাসিম, শেখ ফয়ছাল, জুসেন রানা, জোবায়ের রুকন, আবির, রাকিব ও হাবিবুর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কালীগঞ্জের শিক্ষা, চিকিৎসা খাত, স্বাস্থ্য, যাতায়াত ব্যবস্থা, মানবাধিকার, নারী শিক্ষার মূল্যায়ন, নারীর অংশগ্রহন, সমসাময়িক সংকট ও নিরসনের বিষয় নিয়ে আলোচনা করেন। উক্ত সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থীরা দেশ সংস্কারে কাঁধে কাঁধ মিলিয়ে ও ঐক্যবদ্ধ হয়ে কাজ বারার আশ্বাস দেন এবং ইউএনও সহ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। মাদক নির্মূল, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ও মাদকের হরহামেশা বিস্তার রোধ ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেন। তাছাড়া কালীগঞ্জের স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার মান, পাশের হার ও শিক্ষকদের কোচিং বাণিজ্যের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়াও কালীগঞ্জের যাতায়াত ব্যবস্থা, বিশেষ করে আড়িখোলা রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও জানযট নিরসনের জন্য কাপাসিযা মোড়ে ও বাইপাস মোড়ে গোল চত্বর করার দাবি জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার, 'তনিমা আফ্রাদ' শিক্ষার্থীদের দেশ সংস্কার কাজে সম্পৃক্ততা ও দৃঢ় অংশগ্রহন কামনা করেন। দেশের সার্বিক পরিস্থিতি, চলমান সংকট ও সমস্যা সমাধানে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন।