জাকারিয়া আল মামুন: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর নতুন বাজার পরিচালনার জন্য মোঃ মারুফ কবিরকে সভাপতি ও মোঃ আল-আমিন মোড়লকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকর কমিটি গঠন করা হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) বিকেলে উপজেলার জামালপুর নতুন বাজারে এ কমিটি ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, জামালপুর কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন-অর-রশীদ দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি জহির মোড়ল প্রমুখ। কমিটিতে উপদেষ্টারা হলেন মিলন হোসেন শেখ, আলহাজ্ব শেখ মিলন, আলহাজ্ব নূরচাঁন মোড়ল, বিশ্ব রঞ্জন সাহা, সফিকুল ইসলাম মোড়ল, খন্দকার ইলিয়াছ, মাখন সূত্রধর, ডা. মতিউর রহমান, মাহফুজ খাঁন, বিমল চন্দ্র সাহা, মনির হোসেন বেপারী, আব্দুল আউয়াল মোড়ল। কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি মোস্তফা শেখ ও মাসুদুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক জামান মিয়া, সহ-সম্পাদক সুমন মোড়ল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আল-আমিন খাঁন, ক্রীড়া সম্পাদক এরশাদ দেওয়ান, প্রচার সম্পাদক সোলায়মান শেখ, নিরাপত্তা বিষয়ক সম্পাদক দিলিপ বর্মন। বিগত সময়ে বাজার পরিচালনা কমিটির নানা অনিয়ম, সবজি বাজারের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার তাগিদ দেন। বাজারে যানজট নিরসনে ভূমিকা রাখার কথা বলা হয় এবং কোনভাবে যেন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন সেদিকে নজর রাখতে বলেন। বিভিন্ন অব্যবস্থাপনা ও ব্যর্থতার কথা তুলে ধরে বক্তারা বলেন, সঠিকভাবে পরিচালনার অভাবে উপজেলার প্রাচীন, জনগুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী এই বাজারটি দিন দিন ঐতিহ্য হারাতে বসেছে। তাই নতুন কমিটিকে নানা উদ্যোগ গ্রহণ করে এই বাজারের ঐতিহ্য ফিরিয়ে এনে বাজারে নানা সংস্কার, সংযোজন ও উন্নয়নে ভুমিকা রাখতে হবে। এসময় বাজারের ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।