সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

কালীগঞ্জের ইউএনও “এস.এম ইমাম রাজী টুলুকে” অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পঞ্চগড় পদায়ন

D News 24 ডেস্ক : / ৪৭ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ২:৩০ অপরাহ্ণ

জাকারিয়া আল মামুন: অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাজী টুলু ।  তার নতুন কর্মস্থল রংপুর বিভাগের পঞ্চগড় জেলায়। গত সোমবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মাদ ইব্রাহিম  স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এস এম ইমাম রাজী টুলুর পদোন্নতির বিষয়টি নিশ্চিত যায়।  খুলনা জেলার তেরখাদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর সন্তান এস এম ইমাম রাজী টুলু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে লেখাপড়া শেষ করেন। ৩৪তম বিসিএস ক্যাডারের চৌকস এই কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিএস ৩৪ তম ব্যাচের কর্মকর্তা এস. এম ইমাম রাজী টুলু ২০২২ সালের ০৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে  যোগদান করে মুকসুদপুর উপজেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ২০২২ সালের ১৭ জুলাই থেকে ২০২২ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২১ সালের ২৯ জুন তিনি সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি পান। পরবর্তীতে তাঁকে ৪ জুলাই ফরিদপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়। এছাড়াও তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার হিসেবে তিনি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১৯মার্চ কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ইউএনও হিসেবে যোগদানের পর সর্বদাই তিনি নিজের সেরাটা দিয়ে প্রশাসনের সব কাজের পাশাপাশি মানুষের জন্য কাজ করেছেন বিরামহীনভাবে। এছাড়া বাধা উপেক্ষা করে তিনি সাহসিকতার মধ্য দিয়ে সৃষ্টিশীল ও ব্যতিক্রমী কর্মযজ্ঞ করে উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেন। এ কারণে অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হন এস এম ইমাম রাজী টুলু।  করোনাকালীন সময়ে সাহসী পদক্ষেপের কারণে প্রশংসিত হয়েছেন তিনি। সবমিলে গত এক বছরে এস এম ইমাম রাজী টুলু প্রাণপণে চেষ্টা করছেন কালিগঞ্জ উপজেলার মানুষের কল্যাণসহ নাগরিক সেবা দিতে। এস এম ইমাম রাজী বলেন, পদোন্নতি কাজ করার বড় সুযোগ। তবে কালিগঞ্জ দায়িত্বকালীন সময়ে সব শ্রেণিপেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। নিজের দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে কালিগঞ্জ বাসীর জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। যেখানেই দায়িত্ব পালন করি না কেন, কালিগঞ্জ বাসীর কথা মনে থাকবে আমার।

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর