মুহাম্মদ নোমান, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের দালান বাজারের ০৩ ব্যবসায়ীকে ৪,০০০ /- অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর ) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দালান বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নূরী তাসমিন ঊর্মি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৩৮ ধারায় ০৩ মামলায় ৪,০০০/- জরিমানা ও বাজার মনিটরিং করা হয়। মোবাইল কোর্ট অধ্যাদেশ / আইন ২০০৯ এর ৭(২) ধারায় দোষ স্বীকার করে উপজেলার দালান বাজারের ব্যবসায়ী রাইসুল ইসলাম (৩০) রাসেল পোল্ট্রি, মোঃ আব্দুল জসিম (৫২) মামা- ভাগ্নে স্টোর, ফজলুল হক (৫৮) সুমন ট্রেডার্স দন্ডকৃত অর্থ ৪,০০০/- প্রদান করেন। এ অভিযানে বেঞ্চ সহকারি হিসেবে মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। নিয়মিত কাজের অংশ হিসেবে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন উর্মী।