শেখ আব্দুল জলিল: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা, প্রশিক্ষণোত্তর ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বেলাবো বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় ।পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইউসুফ ভূঞার সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন বাজনাবো গার্লস স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম । বিশেষ অতিথি হিসেবে ছিলেন রুরার হেল্থ ডেভেলপমেন্ট অরগানাইজেশন এর পরিচালক আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন বেলাবো প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, সাবেক সভাপতি শেখ আব্দুল জলিল, সিনিয়র সহ সভাপতি স্বপন মাহমুদ, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর ভূঞা, উপজেলা যুব উন্নয়ন ক্যাসিয়ার রাশেদুল হাসান, অফিস সহায়ক মোঃ মনিরুজ্জামান ও প্রশিক্ষণার্থী, যুব উদ্যোগক্তাগন সহ প্রমূখ। এসময় বক্তারা বলেন এ পর্যায়ের যুব ঋণের সিলিং বৃদ্ধি করা হয়েছে। সরকার প্রশিক্ষিত যুবদেরকে জামানতবিহীন ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তাছাড়া যুবদের কল্যাণে যুব কল্যাণ তহবিলের কার্যক্রম চলমান রয়েছে। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, নেতৃত্ব সৃষ্টি, প্রতিভা বিকাশ, ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করার হয়েছে। আলোচনা সভা শেষে ১১ জন যুব উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক(১ লক্ষ টাকা) ও ২ জনকে (দেড় লক্ষ টাকা চেক)ও ১টি ব্যাচের ৩০ জনকে ৬০০ করে মোট ১৮০০০ সম্মানি ভাতা বিতরণ করা হয়।