মোঃ মুক্তাদির হোসেন: গাজীপুর জেলা প্রেস ক্লাবের সদস্য, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন এর ভাগিনা সানবিন হাসান সিয়াম এইচ এস সি পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছেন। গাজীপুরের কালীগঞ্জ সেন্টাল কলেজ এর প্রথম ব্যাচ এর ২০২৪ইং সনের এইচ এস সি পরিক্ষার্থী হিসেবে ছিলেন।উক্ত কলেজ ২০২২ইং সন থেকে যাত্রা শুরু করে।কলেজের প্রথম ব্যাচে শিক্ষার্থী ছিলো মোট ১০২ জন।যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭জন,বাণিজ্য বিভাগ থেকে ১জন এবং মানবিক বিভাগ থেকে ২জন সহ মোট ১০জন জিপিএ-৫ পেয়েছে।কালীগঞ্জ থানার ১ম কলেজ হিসেবে সার্বাধিক সাফল্য অর্জন করে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজ। সানবিন হাসান এর রোল নং ৫০৫৭৬৮,ব্যানিজিক বিভাগ থেকে পরিক্ষা অংশ গ্রহন করে কৃতিত্বের সাথে জিপিএ ৫ অর্জন করেন।সানবিন হাসান সিয়াম ভবিষ্যতে ব্যানিজিক বিভাগে উচ্চতর ডিগ্রী নিয়ে পড়ালেখা করতে আগ্রহী। সানবিন হাসান (সিয়াম) এর জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।