মুহাম্মদ মুছা মিয়া: আগামীকাল নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা ও শহর শাখার আয়োজনে আগামীকাল বিকাল ৩টায় মাধবদী গরুর হাট মুক্তিযোদ্ধা মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় এবং ২০০৬ সালে ২৮ অক্টোবর পল্টনে হত্যাকান্ডের প্রতিবাদে এই গণ সমাবেশের ডাক দিয়েছে জামায়াত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমীর আব্দুল জব্বার উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার আমীর আব্দুল জাব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারী মাওলানা আমজাদ হোসেন, নরসিংদী জেলা কর্ম পরিষদের সদস্য আব্দুল লতিফ, অলিউল্লাহ সরকার, মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হকসহ বহু নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সমাবেশকে সফল করতে দলটি পোস্টারিং, মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছে। দলটির নেতাকর্মীরা আশা করছে যেহেতু বহুবছর পর প্রকাশ্যে সমাবেশ করার সুযোগ পেয়েছে সেজন্য দলীয় নেতাকর্মীর পাশাপাশি আপামর জনসাধারণ সমাবেশে অংশগ্রহণ করবেন।